স্টাফ রিপোর্টার::
ফুলেল ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়ে অধ্যক্ষ হিসেবে প্রিয় প্রতিষ্ঠান সুনামগঞ্জ সরকারি কলেজে দায়িত্ব নিয়েছেন নীলিমা চন্দ। রবিবার সকালে তিনি কলেজ ক্যাম্পাসে পা রাখলে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় গ্রহণ করেন। তাকে ফুল দিয়ে বরণ করেন কলেজের সকল শিক্ষক ও প্রশাসনিক কর্মীরা। এসময় শিক্ষকদের পক্ষ থেকেও ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসে দলে দলে তাকে ফুল দিয়ে শুচ্ছো জানায়।
দুপুরে তিনি কলেজের শিক্ষকদের নিয়ে স্টাফ মিটিংয়ে বসেন। এসময় তিনি আবেগাপ্লুত বক্তব্য রাখেন। প্রিয় প্রতিষ্ঠানে প্রথম যোগদানসহ গত ২৩ বছরের নানা স্মৃতি রোমন্থন করেন তিনি। তার বক্তব্যে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ আবেগাপ্লুত হয়ে পড়েন।
উল্লেখ্য গত ৭ জুন শিক্ষা মন্ত্রণালয় প্রফেসর নীলিমা চন্দকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করে নোটিশ জারি করে। আজ রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
অধ্যক্ষ হিসেবে দায়িত্বগ্রহণকালে শিক্ষকদের উদ্দেশ্যে অধ্যক্ষ নীলিমা চন্দ বলেন, আমাকে এই পর্যন্ত পৌঁছুতে যারা ভূমিকা রেখেছেন তাঁরা হলেন আমার বাবা, শ্বশুর এবং আমার স্বামী। তাদের শ্রম, সাধনা, আগ্রহ ও পরামর্শে আমি আজ এই পর্যায়ে। কলেজের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার আজকের এই সাফল্যের অংশিদার এই কলেজের সকল শিক্ষক ও স্টাফ। তারাও প্রায় দীর্ঘ দুই যুগ ধরে আমার কাজে সহযোগিতা করছেন। এখন অধ্যক্ষ হিসেবে দ্বায়িত্ব পাওয়ায় কলেজের প্রিয় শিক্ষকদের কাছ থেকে আরো বেশি সহযোগিতা পাব বলে আশা রাখি। কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সকল পর্যায়ের স্টাফদের সহযোগিতায় আমি সিলেট বিভাগের সেরা কলেজ হিসেবে সুনামগঞ্জ সরকারি কলেজকে নিয়ে যেতে চাই। সবাই সহযোগিতা করলে এটা সম্ভব বলে মনে করেন তিনি। তার এই বক্তব্যকে হাততালি দিয়ে সমর্থন জানান শিক্ষকবৃন্দ।
শিক্ষকদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মো. শামছুল আলম, সহকারি অধ্যাপক আব্দুর রকিব তারেক, সহকারি অধ্যাপক মো. জাকির হোসেন, সহকারি অধ্যাপক জামসেদ আহমদ, সহকারি অধ্যাপক ইভা রায়, মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল আহমদ, সহকারি অধ্যাপক ইনার উদ্দিন ফাহিম প্রমুখ।
এছাড়াও ছাত্র ইউনিয়ন, উদ্বাহু সামাজিক সংগঠনসহ বিভিন্ন সগঠনের পক্ষ থেকে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্টরা।