স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘দারিদ্র বিমোচনে যাকাত: প্রেক্ষিত সরকারি ফান্ড’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আবু ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারি পরিচালক মো. মঞ্জুরুল আলম মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক ইব্রাহিম আল মামুন, দ্বীনি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নূর, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা ইসলামের তৃতীয় স্তম্ভ যাকাত দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে নিয়মিত যাকাত প্রদানের আহ্বান জানান।