সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের বীনাজুড়া গ্রামে গতকাল শুক্রবার দিবাগত ১০ টার দিকে পুর্ব শক্রতার জের ধরে বিবদমান দু’ গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। মারাতœক আহত ৩ জনকে সিলেট ওসামানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবারে পূর্ব শক্রতার জের ধরে গিরীন্দ্র কুমার তালুকদার ও অখিল চন্দ্র পুরকায়স্থ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। আহতদের আতœচিৎকারে স্থানীয় এলাকাবাসী এসে ঘটনা নিয়ন্ত্রনে আনে। এ সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। গিরীন্দ্র তালুকদার গ্রুপের ১৪ জন আহত হয়েছে এর মধ্যে মারাতœক আহত অনিল চন্দ্র তালুকদার, নিখিল চন্দ্র তালুকদার অপর পক্ষে অখিল চন্দ্র তালুকদারের ৫ জন আহত এর মধ্যে মারাতœক আহত বিটুল পুরকায়স্থ কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন জানান, গিরীন্দ্র তালুকদার বাদী হয়ে অখিল চন্দ্র পুরকায়স্থ সহ ১৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। অপর পক্ষে মামলা প্রক্রিয়া চলছে।