স্টাফ রিপোর্টার:
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আওয়ামীলীগ সাধারণ মানুষের জন্য কাজ করে। নিজেদের ভাগ্য উন্নয়নে আওয়ামীলীগ কাজ করে না, আওযামীলীগ দেশের মানুষের উন্নয়ন চায়। দেশ উন্নত করতে হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। রাস্তা হচ্ছে, হবে। সেতু কার্লভার্ড হচ্ছে; আরো হবে। একটি সাঁকোও দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুরে থাকতে দেবো না। এই দুটি উপজেলা হবে সাঁকোবিহীন উপজেলা। আমরা সেই লক্ষেই কাজ করছি। রাণীগঞ্জের কুশিয়ারা সেতুর কাজ হচ্ছে, ডাবরে বিশাল মহিষের খামার হবে, ছাতক থেকে সুনামগঞ্জ হয়ে মোহনগঞ্জে রেলপথ হবে, টেক্সটাইল ইনস্টিটিউট, কৃষি ইনস্টিটিউট হবে। এসব নিয়ে কাজ হচ্ছে। শুধু সময় ও সুযোগের দরকার। আপনার আমাদের সেই সুযোগ দেন। নৌকায় ভোট দেন। সাধারণ মানুষ আমার হাতিয়ার। আমি আপনাদের সন্তান।’ বীর মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করে এমএ মান্নান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছেন বুকে বল আর চোখে স্বপ্ন নিয়ে। শেখ মুজিবুর রহমানের সাহসী মেয়ে শেখ হাসিনা আমাদের সেই স্বপ্ন বাস্তবায়নের পথে পরিচালনা করছেন। মানুষের দুঃখ মোচনে তিনি কাজ করছেন।’ তিনি আরো বলেন, ‘আওয়ামীলীগ শুধু খাই খাই করে না। মানুষকে খাওয়ায়। ঘরে ঘরে খাদ্য দেয়, বিদ্যুৎ দেয়, শিক্ষা পৌঁছে দেয়। তাই আপনাদের কাছে আকুল আবেদন, দেশের উন্নয়নে, দক্ষিণ সুনামগঞ্জ তথা জগন্নাথপুরের উন্নয়নে আওয়ামীলীগকে ভোট দেন। আপনারা ঠকবেন না।’ রবিবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভমবমি বাজারে ঈশাখপুর, শ্রীরামপুর ও বাউশী গ্রামে বিদ্যুতায়ন ও ঈশাখপুর এলজিইডি’র রাস্তা থেকে আবদুল মান্নানের বাড়ি পর্যন্ত গ্রামীণ রাস্তা টেকসই করণে হেরিং বোন বন্ড রাস্তার উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ঈশাখপুর, শ্রীরামপুর ও বাউশী এই তিন গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন। পরিচালনা করেন দরগাপাশা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মুজিবুর রহমান রিপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র নাদের বখ্ত, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক (জিএম) অখিল কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবাব মিয়া, বাংলাদেশ কেন্দ্রিয় তালামিজের সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর সিতু।
উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামসুল আবেদিন, সুনামগঞ্জ জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম জহুর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজি তহুর আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, পল্লী বিদ্যুতের এরিয়া পরিচালক ফরিদুর রহমান ফরিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, সাবেক যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, যুবলীগ নেতা সাইদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, ইউপি সদস্য আবুল হাসান, আওয়ামীলীগ নেতা ফখর মিয়া, ছমিরুল ইসলাম শামছু, আফরোজ আহমদ, হামিদুর রহমান বতু, আবদুল আজিজ বোধন, শেখ মো. ফয়জুল ইসলাম, আবদুল হান্নান, মহিদ আলী, আলী আসকর, আখরুছ মিয়া, আমিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবদুল মজিদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু খালেদ চৌধুরী, ছাত্রলীগ নেতা শামসুল কবির ফখরুল, রোমান মিয়া ও নাজমুল হোসাইন প্রমুখ।