অনলাইন ডেক্স:
সিলেটে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইন স্থাপনে ৫০০ কোটি টাকার প্রকল্প
সিলেটে আর থাকবে না তারের জঞ্জাল। রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিও আর দেখা যাবে না। নগরের প্রধান প্রধান সড়কে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইন স্থাপনের একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রায় ৫০০ কোটি টাকার এ প্রকল্পের কাজ আগামী মাসেই শুরু হবে। এরই মধ্যে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
প্রকল্পের প্রাথমিক পর্যায়ে সিলেট সার্কিট হাউস থেকে আম্বরখানা, চৌহাট্টা থেকে পিডিবি মসজিদ, চৌহাট্টা থেকে কুমারপাড়া হয়ে নাইওরপুল, কুমারপাড়া পয়েন্ট থেকে শাহি ঈদগাহ আবহাওয়া অফিস পর্যন্ত রাস্তার উভয় পাশে আন্ডারগ্রাউন্ড কেবল স্থাপিত হবে।
নগর সংস্থার প্রকৌশল শাখা জানায়, এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে বৈদ্যুতিক খুঁটিগুলো সরিয়ে নেওয়া হবে। ফলে নগরের প্রধান প্রধান সড়ক প্রশস্ত করার কার্যক্রম আরো ত্বরান্বিত হবে।
সিটি করপোরেশনের ৭৪৮ কোটি টাকার বাজেট
সিলেট সিটি করপোরেশনের ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৭৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো করারোপ ছাড়াই এবার ৭৪৮ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরে বাজেট ঘোষণা করা হয়।