স্টাফ রিপোর্টার::
হাওরের অবহেলিত কৃষকের স্বার্থ রক্ষায় তাদের সচেতন করে সরকারের কাছ থেকে দাবি আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জে ‘হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের জামাইপাড়া এলাকায় গ্রাম থেকে আসা কৃষকদের নিয়ে বিভিন্ন দাবিতে ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন হয়। কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন কমরেড রমেন্দ্র কুমার দে মিন্টু ও যুগ্ম আহ্বায়ক মো. আফতাব উদ্দিন। কমিটির সদস্যসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার।
সংগঠনের প্রস্তাবনায় নি¤েœাক্ত দাবিগুলো নিয়ে প্রায় দুই ঘন্টা আলোচনা হয়।
আলোচনাসভায় সুনামগঞ্জের হাওরের কৃষকের সাড়ে ৩ লাখ টন ধান সরকার কর্তৃক ন্যায্যমূল্যে ক্রয় নিশ্চিত, গ্রামে গ্রামে অস্থায়ী ক্রয়কেন্দ্র গড়ে তোলা, পরিবহণের জন্য হাওরের গোপাট ( সরু রাস্তা) পাকা করণ, মিলগুলোতে ভেজা ধান মিলিংকরণ, ধানের দাম ১৫ শ’ টাকা মন নির্ধারণ, ফসলবীমা চালুকরণ, জলমহালের ইজারাদারকে ‘সীমানার বাইরে থাকার সরকারি নির্দেশনা প্রদান এবং ভাসান পানিতে মাছ ধরার অধিকার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। কিছু দিনের মধ্যেই প্রকৃত কৃষকদের নিয়ে গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।