1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিলেটে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম ২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ

আব্দুল হাসিম ঢুকাইদে নিয়ে যৎকিঞ্চিত।। শঙ্কর মৈত্র

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮, ৩.৪৩ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

৮০র দশকে আমাদের সুনামগঞ্জের হাওরাঞ্চলে কাউকে আব্দুল হাসিম ঢুকাই দে, বললেই ক্ষেপে যেতো। আব্দুল হাসিম বলা নিয়ে মারামারির ঘটনাও ঘটেছে। আমরা তখন স্কুলে পড়ি। মনে আছে কেউ একটু অন্যরকম হলেই বলা হতো, আব্দুল হাসিম। শুনেছি সেটাও নাকি ফুটবল খেলা থেকে উৎপত্তি। আব্দুল হাসিম নামের এক ভালো খেলোয়াড় ছিলো, তার পায়ে বল গেলেই মাঠজুড়ে ধ্বনি ওঠতো,ঢুকাই দে, আব্দুল হাসিম ঢুকাই দে। কিন্তু সেটা পরবর্তিতে নেগেটিভ সেন্সে কেনো ব্যবহার হতো তার কারণ জানতে পারিনা। সে অনেক দিন আগের কথা। এখন সুনামগঞ্জের ভাটি অঞ্চলে আব্দুল হাসিম বলা হয় কী না জানিনা।
তবে এ যুগে আরো বছর চারেক আগে ফুটবল খেলা থেকেই আরেক সংখ্যার উৎপত্তি হয়েছে যা এখন উচ্চারণ করলেই অনেকে ক্ষেপে যায়। কি অদ্ভুত? গত বিশ্বকাপের পর কোমল পানীয় সেভেন আপ বললে একটি দলের সমর্থকরা ক্ষেপে যেতেন। দোকানে গিয়েও এ পানীয়টি পারতপক্ষে খেতে চাইতেন না। আমি এমনও দেখেছি, তরুণ তরুণিরা দলবদ্ধ হয়ে ফাস্টফুড শপে গিয়ে বলেছেন, কে কি খাবে? কেউ বলছে স্প্রাইট কেউ কোক আরেকজন বলছে ব্রাজিল। আমি টাসকি খেয়ে গেলেও দোকানদার দেখলাম ঠিকই সেভেন আপ বের করে দিয়েছে। দোকানদারের কাছে জিজ্ঞেস করে আমাকে এর মাজেজা জানতে হয়েছে।
যাকগা। ভাবছিলাম এবার বিশ্বকাপের পর সেটা অনেকেই হয়তো তেমন করে মনে রাখেনি। আর এটা এমন কোনো বিষয়ওনা। খেলাতেইতো খেয়েছে। যদিও এটা বিশ্ব রেকর্ড। আর এমন রেকর্ড ভাঙ্গুক তারাও হয়তো চায়না। কিন্তু হায় গণেশ! এতো আরেক বিপদ! এখন তো সংখ্যার ৭ ই উচ্চারণ করা যায়না। হয়তো অন্যকোনো প্রসঙ্গেই ৭ দরকার পড়লো। কিন্তু উনারা ৭ বলতে দেবেন না সেভেন বলতে দেবেন না। যেমন আমি বলেছিলাম তোমাদের খেলাটা লাকি সেভেন মাসে হচ্ছে।জয়ের সম্ভাবনা আছে। ওমা! সেভেন কেনো বললাম এ নিয়ে ঘরে তুলকালাম। আমি বললাম ঠিকাছে ৬+১বলি? না তাও হবে না। যোগফল না কি ৭ ই হয়। আমি বললাম তা হলে ৭ ই কি সংখ্যা থেকে ভেনিস করে দিতে হবে? জবাব এলো সুযোগ থাকলে নাকি তাই করা হতো। কড়া ভাবেই বললাম ভুলে যাও এসব। এই ৭ এর সঙ্গে আমাদের আবেগ জড়িত। ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন এখন বিশ্ব স্বীকৃত। কিন্তু কে শুনে কার কথা। ৭ যেনো তাদের কাছে অভিশপ্ত। আজ ফেবুতে লিখেছিলাম ৭-২=৫। কারো নাম উল্লেখ করিনি। ওমা! প্রতিক্রিয়া দেখি সেখান থেকেই আসছে। আচ্ছা আমরা এখন কি করবো? ৭ বাদ দিয়ে দেবো? জবাব কি ফ্রান্স? ওহ, এখনতো আবার ফ্রান্সও বলা যাবে না! সামনে নাকি এ আতংক আছে।
(লেখকের ফেইসবুক টাইম লাইন থেকে নেওয়া)

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!