স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা শহর আজ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দখলে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে শহর জুড়ে আলোচনাসভা, কাঙ্গালি ভোজ ও শোকর্যালির আয়োজন করা হয়েছে। জেলা শহরের ৮টি স্থানে পৃথকভাবে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এ অনুষ্টানের আয়োজন করেছে। তাছাড়া প্রশাসনও শহীদ আবুল হোসেন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করেছে। তবে এবার সবচেয়ে বেশি ও বড় পরিসরে জাতীয় শোক দিবস পালন করছে সুনামগঞ্জ জেলা যুবলীগ। জেলা যুবলীগের নির্দেশে বিভিন্ন সাংগঠনিক ইউনিট জেলা শহরের চারটি স্থানে অনুষ্ঠানের আয়োজন করেছে।
সুনামগঞ্জ জেলা আওয়াম লীগ হোসেন বখত চত্বরে আলোচনাসভা ও কাঙ্গালিভোজের আয়োজন করেছে। সুনামগঞ্জ আওয়ামী লীগ রমিজ বিপণিস্থ কার্যালয়ে, স্বেচ্ছাসেবক লীগ দলীয় কার্যালয়ের সামনে, সদর উপজেলা যুবলীগ আলফাত স্কয়ারে, পৌর যুবলীগ পুরাতন বাসস্টেশনে, পৌর আওয়ামী লীগ শহীদ মিনারে, জেলা ছাত্র লীগ পুরাতন বাসস্টেশনে আলোচনাসভার আয়োজন করেছে।
এসব পৃথক স্থানগুলোতে এখন নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। বক্তব্য রাখছেন নেতাকর্মীরা। এর আগে জাতীয় শোক দিবসে সুনামগঞ্জে এত বড় পরিসরে ও একাধিক স্থানে জাতীয় শোকদিবস পালিত হয়নি বলে নেতাকর্মীরা জানান।