অনলাইন::
তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে শেখ হাসিনা বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদি নারী সরকার প্রধান হবেন। অতিক্রম করবেন ইন্দিরা গান্ধী, মার্গারেট থ্যাচার, চন্দ্রিকা কুমারাতুঙ্গার মতো নারী সরকার ও রাষ্ট্রপ্রধানদের। অমরত্বের স্বাদ পাবেন। বিশ্ব নারী জাগরণের আইকন হবেন তিনি।
বিশ্বে টানা ক্ষমতায় থাকা নারী সরকার বা রাষ্ট্রপ্রধানদের তালিকায় শীর্ষে আছেন সেন্ট লুসিয়ার গভর্নর জেনারেল ডেম পারলেত লুইজি। ১১ সেপ্টেম্বর ১৯৯৭ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত তিনি সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন অর্থাৎ ২০ বছর ১০৫ দিন তিনি দেশ পরিচালনা করেছেন। তবে বিশ্বের রাজনীতিতে তিনি তেমন আলোচিত নন। দ্বিতীয় দীর্ঘমেয়াদের নারী সরকার রাষ্ট্রপ্রধান ছিলেন আইসল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ভেইদিস ভিনগোদির ১ আগস্ট ১৯৮০ থেকে ১ আগস্ট ১৯৯৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। আলোচিত নন, তৃতীয় দীর্ঘমেয়াদে থাকা নারীনেত্রী ডেম ইউজেনিন। ডোমেনিকার প্রধানমন্ত্রী ২১ জুলাই ১৯৮০ সাল থেকে ১৪ জুন ১৯৯৫ সাল পর্যন্ত মোট ১৪ বছর ৩২৮ দিন প্রধানমন্ত্রী হিসেবে ডেম দায়িত্ব পালন করেন। ১৩ বছর ৩৬৪ দিন আয়ারল্যান্ডের রাষ্ট্রপ্রধান ছিলেন মেরি ম্যাকলিস।
তবে নারী সরকার ও রাষ্ট্রপ্রধানদের বর্তমান তালিকায় শীর্ষে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। ২০০৫ সালের ২২ নভেম্বর দায়িত্ব নিয়ে, প্রায় ১৩ বছর ক্ষমতায় আছে এই নারী নেত্রী। বর্তমান বিশ্বে এখনো দায়িত্বে থাকা দ্বিতীয় সর্বোচ্চ সময়ের প্রধানমন্ত্রীর হিসেবে আছেন শেখ হাসিনা। ২০০৯ এর ৬ জানুয়ারি শপথ নিয়ে নয় বছরের বেশি সময় টানা ক্ষমতায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আরেক মেয়াদের প্রধানমন্ত্রী হলেই তিনি অতিক্রম করবেন ব্রিটিশ লৌহমানবী মার্গারেট থ্যাচারকে। থ্যাচার ৪ মে ১৯৭৯ থেকে ২৮ নভেম্বর ১৯৯০ সাল পর্যন্ত ১১ বছর ২০৮ দিন দায়িত্বে ছিলেন। থ্যাচারের চেয়ে অল্প কিছুদিন কম টানা দায়িত্বে থাকলেও দুই মেয়াদে ইন্দিরা গান্ধী ব্রিটিশ প্রধানমন্ত্রীর চেয়ে এগিয়ে।
প্রথম মেয়াদে ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিলেন ১১ বছর ৯০ দিন। ১৯৬৬ সালের ২৪ জানুয়ারি প্রধামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে, ২৪ এপ্রিল ১৯৭৭ পর্যন্ত ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয় মেয়াদে ১৯৮০ সালের ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ৩১ অক্টোবর নিহত হবার আগ পর্যন্ত ৪ বছর ২৯০ দিন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। অর্থ্যাৎ, ১৫বছরেরও বেশি প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী দায়িত্ব পালন করেন। দুই মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীও ১৪ বছর সরকার প্রধানে দায়িত্ব পালন করেছেন। এটা নারী নেতৃত্বে তৃতীয় দীর্ঘ সময়। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী চন্দ্রিকা কুমারাতুঙ্গাও দুই পদে ১১ বছর ৭ দিন দায়িত্বে ছিলেন। চন্দ্রিকা অবশ্য প্রধানমন্ত্রী ছিলেন মাত্র ৮৫ দিন। ১৯ আগস্ট ১৯৯৫ সাল থেকে, ১২ নভেম্বর ১৯৯৫ পর্যন্ত। ১২ নভেম্বর ১৯৯৫ সালে প্রেসিডেন্ট হিসেবে টানা ১৯ নভেম্বর ২০০৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
দীর্ঘদিন সরকার বা রাষ্ট্রপ্রধানদের মধ্যে বিশ্বে আলোচিত ৪ জন। এরা হলেন ইন্দিরা গান্ধী, মার্গারেট থ্যাচার, অ্যাঙ্গেলা মেরকেল এবং শেখ হাসিনা। এরা প্রত্যেকেই তাঁর দেশকে দিয়েছে নতুন দর্শন, দিয়েছে নতুন সম্ভাবনা।
এদের মধ্যে শুধু মেরকেল এবং শেখ হাসিনা এখনো দায়িত্ব পালন করছেন। আর তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হলে শেখ হাসিনা ইন্দিরা গান্ধী, থ্যাচারের মতো মহান নারী নেতাদের পাশে নিজের নাম স্থাপন করবেন।