দিরাই প্রতিনিধিঃ
স্বয়ং সম্পুর্ন মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগান নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৮’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত বেলা ১১টায় উপজেলা পরিষদের সামন থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা গনমিলনায়তন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। এরপর উদ্বোধনী ও অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক মো: মতিউর রহমান। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সাহিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন। বক্তব্য রাখেন জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত মোহন চেšধুরী, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম। এয়াড়াও মৎস্যজীবী, মৎস্যচাষী, মৎস্য ব্যবসায়ী,খামারি,লিফসহ সরকারি বেসরকারি কর্মকর্তা, এনজিও কর্মকর্তাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।