আরিফ বাদশা, জামালগঞ্জঃ
২০১৮ সালের এইচএসসি ও সমমানের পরিক্ষায় অসন্তোষজনক ফলাফল করেছে জামালগঞ্জ সরকারি কলেজ। এবারে ৮০০ জন পরিক্ষার্থীর মধ্যে
পাশ করেছে মাত্র ৩২৬ জন। পাশের হার শতকরা ৪৫.২৫ শতাংশ। জিপিএ-৫ এসেছে মাত্র ২ টি।
বিগত বছরগুলোর তুলনায় এ বছর সবচেয়ে বাজে ফলাফল করেছে উপজেলার একমাত্র উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি। এ নিয়ে অনেক অবিভাবকদের ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।
জানা গেছে ২০১৬ সালের ফলাফল ছিলো ৭৮ শতকরা ভাগ। ২০১৭ সালের এইচএসসির ফলাফল
ছিলো ৭২.৭৫ ভাগ। যদিও কোনো জিপিএ-৫ ছিলো না।
তবে পাশের হার সন্তোষজনক ছিল। এবারের এইচএসসি পরিক্ষায় ব্যবসায় বিভাগের ৮৪ জন পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ৩৪ জন আর ফেল ৫০ জন।
মানবিক বিভাগে ৬৭৭ জন পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৯৯ জন আর ফেল ৩৭৮ জন।
বিজ্ঞান বিভাগে ২৯ জন পাশ করার বিপরীতে ফেল ১৮ জন।
এ ফলাফল বিপর্যয়ের কারন হিসেবে শিক্ষকদের অবহেলা আর ক্লাসে সুষ্টুভাবে পাঠদান না করানো বলে সচেতন মানুষদের অভিযোগ।
পর্যাপ্ত পরিমাণ ক্লাস ও শিক্ষক না থাকাকে দুষছেন অভিবাবকরা।