আরিফ বাদশা:
প্রতিবছরের মতো এবারও সাচনা বাজারের পালপাড়ার মূর্তি কারিগররা মনসাপূজা উপলক্ষে মনসার মূর্তি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। বাংলার লৌকিক দেবি মনসা দেবীকে অর্ঘ্য দিতে তারা তৈরি করছেন তার নানা রঙ্গের মূর্তি। এ উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে জামালগঞ্জের সাচনাবাজারের ঐতিহ্যবাহী পালপাড়ায়।
জানা গেছে শ্রাবন মাসের শেষ দিনে সর্প দেবী মনসার পূজা প্রতি বছর হাওরাঞ্চলের গ্রামে পালন করেন সনাতন ধর্মের লোকজন। সনাতন ধর্মের লোকজন জানান, এই পূজার মূল প্রতিপাদ্য হল মা মনসার উদ্দেশ্য পাঁঠা (মর্দ ছাগল) বলি দিয়ে মনের পশুকে দমন করা। হিন্দু ধর্মমতে মনসা হচ্ছে সাপের দেবী। এ দেবীর পূজা করলে ঘর-বাড়ি বিষাক্ত সাপ হতে রক্ষা পায়। মূলত নদী মাতৃক বাংলার বর্ষাকালীন সাপ-বিচ্ছুর উৎপাত থেকে রক্ষা পেতেই এই মনসাপূজার প্রচলন হয় বলে জানা গেছে। চিরায়ত বাংলার লৌকিক দেবি মনসাকে এর মাধ্যমে পূজা অর্ঘ্য দেওয়া হয়।
জানা গেছে আগামী ১৭ আগস্ট বুধবার মনসা পূজা অনুষ্ঠিত হবে। আর এই পূজা উপলক্ষে মূর্তি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন জামালগঞ্জ উপজেলার সাচনা পালপাড়ার মুর্তি কারিগররা। কারিগররা জানান, প্রতিটি মূর্তি তারা ৭০০-৩০০০ হাজার বিক্রি করে থাকেন। হাওরাঞ্চলের গ্রামগুলোতে তারা এবার অনেক মূর্তি সরবরাহ করেছেন বলে জানান।