যুক্তরাষ্ট্র প্রতিনিধি::
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী করতে এই আসনের দেশ-বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সাধ্যমত কাজ করার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের স্টারলিং এভিনিউয়ের আল আকসা পার্ট হলে তাকে দেওয়া যুক্তরাষ্ট্রস্থ সুনামগঞ্জ সমিতির সংবর্ধনাসভায় এসব কথা বলেন তিনি।
যোসেফ চৌধুরীর সভাপতিত্বে ও রুবেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। অন্যদের মধ্যে বক্তব্য দেন নূরুজ্জামান চৌধুরী শাহী, তোফায়েল আহমদ, মিছবাহ আহমদ, ইশতিয়াক রুপু, সাংবাদিক ও গবেষক রণেন্দ্র তালুকদার পিংকু, আনোয়ার হোসেন, জাহিদ, শিল্পী চয়ন, আব্দুর রহিম বাদশা, আলা উদ্দিন আহমদ, সোহেল আহমদ, কবীর আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যারিস্টার ইমনের সহধর্মিনী ব্যারিস্টার ফারজানা শীলা।
ব্যারিস্টার ইমন বলেন, সুনামগঞ্জ-৪ উন্নয়ন ও সম্ভাবনার এলাকা। কিন্তু এখানে দলীয় এমপি না থাকায় কর্মীরা বঞ্চিত হচ্ছে। তাই আগামীতে এই এলাকার দেশ বিদেশে অবস্থানরত কর্মীদের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।
সুনামগঞ্জ সমিতি কর্তৃক প্রদত্ত সংবর্ধনার জবাবে তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসীরা হাসলেই দেশ হাসে। তাই এই প্রবাসীদের নিয়েই আমরা নান্দনিক সুনামগঞ্জ গড়তে চাই।