জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে আওয়ামী লীগ সমমনা সংগঠন। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও শোক দিবসে র্যালি ও আলোচনাসভা করেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদে অস্থায়ী বেদিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ড: সাফায়েত আহমদ সিদ্দিকি, শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া, উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, গনমাধ্যম কর্মী ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ।
অপর দিকে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কালো ব্যাজ ধারন, পুষ্পস্তবক অর্পন, অসহায় ২০০ শতাধিক পরিবারের মধ্যে চাল বিতরন করা হয়। এসময় উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সহসভাপতি দিজেন্দ্র লাল দাস, স্বপন কুমার রায়, যুগ্ম সাধারন সম্পাদক সত্যেন্দ্র কুমার রায়, সদর ইউনিয়ন সভাপতি আব্দুল খালেক তালুকদার, দলীয় নেতা অসিত রায় চৌধুরী, শম্ভু আচার্য, আনফর আলী, মানিক মিয়, শামীম আহমদ প্রমুখ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সকাল ১১ঘটিকায় এক শোকর্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রানতোষ ঘোষ চৌধুরি। সভায় নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকে জাগিয়ে তোলার আহ্বান জানানো হয়।