1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন: জয়াসেন গুপ্তা

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ জুলাই, ২০১৮, ১২.৪৭ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে। জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ আজ বিশে^র দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। দেশ আজ উন্নয়লশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। প্রধানমন্ত্রীর এ অভ’তপুর্ব সাফল্যের পেছনে অবদান দেশের জনগণের। তৃণমূল নেতকর্মীই আওয়ামী লীগের প্রাণ উল্লেখ করে তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে দেশ ও জাতির উন্নয়নের জাতির জনকের কন্যা জননেত্রী শেক হাসিনাকে সরকার প্রধান করে আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য কাজ করতে হবে। মনে রাখবেন বৃহত্তমও স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগ করতে হয়। সাধারণ নেতাকর্মীদের উদ্দেশ্যকরে তিনি বলেন, আপনাদের ভালবাসায় আজ আমি এমপি, আপনারাই আমার চলার শক্তি।
বুধবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক বিকাশ রায়ের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রয়াত সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পুত্র সৌমেন সেনগুপ্ত, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ-সভাপতি এ্যডভোকেট সোহেল আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জগদীশ সামন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ তালুকদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, শাহাজাহন কাজী, সৌম্য চৌধুরী, রেজুয়ান হোসেন খান, আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট শহিদুল হাসমত খোকন, মতিউর রহমান, ইয়াহিয়া চৌধুরীসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকগন। উল্লেখ্য ২০১৫ সালে সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির গঠন করা হয়। দীর্ঘ ৩বছর পর গতকাল কার্যকরি কমিটি প্রথম সভা অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!