অনলাইন ::
সিলেটের ওসমানীনগরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ জন।
বৃহস্পতিবার বেলা ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ওসমানীনগর থানার ওসি মো. আলী মাহমুদ জানান।
নিহতদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে বলে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি বলেন, সিলেট শহর থেকে শেরপুরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে-মুড়চে এবং ট্রাকটি মহাসড়কে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে জানান তিনি।