অনলাইন ডেক্স::
রাতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম বদলে ‘বাংলা’ রাখার প্রস্তাব গতকাল বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। নাম বদলানোর প্রস্তাবটি অনুমোদনের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে যাবে।
কেন্দ্রীয় সরকার তা অনুমোদন করলেই রাজ্যের নাম বদলাবে।
পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিকদের বলেন, ‘‘দু’বছর আগে আমরা কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম তিনটি ভাষায় রাজ্যের নাম হোক—‘বাংলা’, হিন্দিতে ‘বাঙ্গাল’ এবং ইংরেজিতে ‘বেঙ্গল’। কিন্তু ওরা রাজি হয়নি। কেন্দ্র বলেছিল একটা ভাষাতেই হোক। তাই আজ সর্বসম্মতভাবে রাজ্যের একটাই নাম করতে চাই ‘বাংলা’। ’’
সর্বসম্মতিক্রমে বিধানসভায় প্রস্তাব গৃহীত হওয়ায় মমতা ছিলেন উচ্ছ্বসিত। কিন্তু পশ্চিমবঙ্গের অনেকে মনে করেন, নাম বদলালে ইতিহাসের স্মৃতি হারিয়ে যাবে। কলকাতার খ্যাতনামা একটি কলেজের ইতিহাসের শিক্ষক জানান, ‘পশ্চিমবঙ্গের নাম এমনি এমনি হয়নি। এর পেছনে দেশভাগের ইতিহাস আছে।
যার ফলে জন্ম হয়েছিল পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ। এখন এক ঝটকায় মুছে যাবে ইতিহাস। ’
শুধু ইতিহাস হারানোই নয়, অনেক বিভ্রান্তির সৃষ্টি হবে বলে মনে করেন অনেকে। বিশেষ করে, বাংলা নামের সঙ্গে বাংলাদেশ জড়িত।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘এটা ঠিক যে বাংলা ভাষা দু’পারের বাঙালিরাই বলেন। বাংলা ভাষার ওপরেও দুই দেশের মানুষের অধিকার আছে। কিন্তু যেখানে একটি নাম বাংলাদেশ, তার পাশে একটি রাজ্যের নাম বাংলা হলে তাতে শুধু বিভ্রান্তিই বাড়বে। ’
এই বিভ্রান্তিকে এড়ানো যেত না?—এমন প্রশ্নের কোনো উত্তর দিতে চাননি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের মন্ত্রীরা। তবে পশ্চিমবঙ্গের নাম বদলের প্রক্রিয়া শুরু হয় প্রায় ২০ বছর আগে। তখন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত জ্যোতি বসু। গত ২০ বছরে অনেক প্রস্তাব এসেছে—কেউ বলেছেন বঙ্গ, কেউ বলেছেন বঙ্গভূমি আবার কেউ বলেছেন বঙ্গ প্রদেশ।
জ্যোতি বসুর আমলে পরিকল্পনা করা হয়েছিল, রাজ্যের নাম সব ভাষাতেই পশ্চিমবঙ্গ হয়। কিন্তু বিধানসভাতে আলোচনার পরে অনেকেই বলেন, বাংলা নামটি ভালো এবং তা নিয়ে যেন প্রস্তাব গৃহীত হয়। কিন্তু বাম শাসনামলে নাম বদলের কাজটি এগোয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ক্ষমতায় এসে রাজ্যের নাম বাংলা করার উদ্যোগ নেন। কিন্তু তা নিয়ে তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
২০১৬ সালে আবারও ক্ষমতায় এসে মমতা রাজ্যের নাম বদলাতে উদ্যোগ নেন এবং কেন্দ্রে প্রস্তাব পাঠান। কিন্তু কেন্দ্রীয় সরকার তা নাকচ করে দেয় উল্লেখ করে মমতা সাংবাদিকদের বলেন, ‘‘ওরা মানলেন না…দেশের নাম হিন্দিতে ভারত, ইংরেজিতে ইন্ডিয়া। কিন্তু ওরা বলেছেন, রাজ্যের নাম একটি হতে হবে। তাই ‘বাংলা’ রেখেছি আমরা। ’