স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরের একমাত্র বোরো ফসলের লাভজনকদামসহ ৫দফা দাবিতে সমাবেশ করেছে হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদ। শুক্রবার সকালে পৌর কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে ১১ উপজেলা থেকে কৃষক নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন।
সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব চিত্তরঞ্জন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুকান্ত সাফি চৌধুরী। অন্যদের বক্তব্য রাখেন কৃষক নেতা আফতাব উদ্দিন, রমজান আলী, শাহ কামাল, আবু তাহের, আসাদ মনি প্রমুখ।
সমাবেশে বোরো মওসুমে হাওরের কৃষকের কাছ থেকে সাড়ে ৩লাখ টন ধান সরকার কর্তৃক ন্যায্যূল্যে ক্রয়, গ্রামে গ্রামে মওসুমে ক্রয় কেন্দ্র গড়ে তোলা, হাওরের অভ্যন্তরিণ ছোট সড়ক পাকাকরণ, স্বর্ণের দাম ও অন্যান্য বিষয়ের তুলনায় ধানের ধানের দাম ১৫০০টাকা নির্ধারণসহ হাওরের জলমহালে ভাসান পানিতে মাছ ধরার দাবি জানানো হয়।