স্টাফ রিপোর্টার::
কর্মচারিদের বেতন বাড়ানোর ছুতোয় সুনামগঞ্জ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির অন্যায্য ভর্তি ফিস বাড়ানোর প্রতিবাদে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালন করেছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কলেজ কৃর্তপক্ষ ভর্তি কার্যক্রম স্থগিত করে দিয়েছে বলে জানা গেছে। ক্ষুব্দ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধের সামনে এসে অবস্থান ধর্মঘট পালন করে।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালনকালে কলেজের পাস ও অনার্স কোর্সের শিক্ষার্থীরাও এসে আন্দোলনে সংহতি জানায়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির ছাত্র প্রিয়ন, পাপ্পু সরকার, সোহেল, অমিত প্রমুখ। অবস্থান ধর্মঘটে সংহতি জানিয়ে অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র নেতা তারেক চৌধুরী, পুলক তালুকদার, দ্বিপাল ভট্টাচার্য্য, শেখ ফয়সাল প্রমুখ। বক্তারা অভিযোগ করেন হঠাৎ ভর্তি ফিস বৃদ্ধি করে রশিদ ছাড়াই কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাধ্য করে টাকা আদায় করছে। অন্যায্য ফিস না কমানো হলে আন্দোলনের হুমকি দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সত্তার বলেন, ১০-১৫ জন কর্মচারী বেতন বৃদ্ধির দাবি জানানোয় আমরা বিভিন্ন ক্লাসের ভর্তি ফিস বাড়িয়েছি।