স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ সেতুর পূর্বে ট্রাক, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। চারজনের তিনজনের বাড়ি জামালগঞ্জে এবং একজনের বাড়ি ছাতকের গোবিন্দগঞ্জে। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী মালবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে সুনামগঞ্জের দিকে আসছিল। এসময় সিলেটে যাচ্ছিল একটি যাত্রীবাহী সিএনজি এবং সেতুর মুখে ছিল একটি ব্যাটারি চালিত অটো রিক্সা। সিএনজি-ট্রাকের দ্রত গতির কারণে সেতুর মুখে ত্রিমুখি সংঘর্ষ বাধে। দুমড়ে মুছড়ে যায় সিএনজি ও অটোরিক্সা। এতে ঘটনাস্থলেই মারা যান ছাতকের মল্লিকপুরের মোক্তার মিয়া ও জামালগঞ্জের বড় ঘাগটিয়া গ্রামের শ্রমিক মজনদর আলীর ছেলে মোজাম্মেল মিয়া। গুরতর আহত বড় ঘাগটিয়া গ্রামের সৈরত উল্লার ছেলে শফিকুন্নুর ও একই উপজেলার নোয়াগাও গ্রামের আব্দুল জলিলের ছেলে মসজিদের মোতায়াল্লি মোতালেব মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজে মারা যান। দুর্ঘটনায় রিক্সারোহী এক নারী ও শিশু আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশের এসআই শরিফ আহমদ বলেন, দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।