স্টাফ রিপোর্টার::
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকার পক্ষে সিলেটে বসবাসরত জগন্নাথপুর-দক্ষিণসুনামগঞ্জবাসীর সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন। শনিবার বিকেলে নগরীর মদিনা মার্কেট এলাকায় গ্রীণহিল হোটেলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক শহীদুর রহমান শহীদ ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্রর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, সিলেটের মানুষ উন্নয়নের জন্য কখনো সঠিক রায় দিতে ভুল করবেন না। ইতোমধ্যে সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। ভোটাররা উন্নয়নের জন্য বদর উদ্দিন আহমদ কামরানকে বিপুল ভোটে বিজয়ী করবে। শুধু সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনেই নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এর প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বদর উদ্দিন কামরান সিলেটবাসীর কাছে প্রিয় নাম। মানুষের পাশে ছিলেন, পাশে থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিতে নগরবাসীর প্রতি আহবান জানান তিনি।
আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক সুনামগঞ্জ-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ আজাদ ডন বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না। সিলেটে আওয়ামী লীগই নয় স¦াধীনতা ও উন্নয়নের পক্ষের সকল মানুষ ঐক্যবদ্ধ। নৌকার বিজয় নিয়েই আমরা ঘরে ফিরবো।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ সাবির মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিমুলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি আব্দুল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পশ্চিম পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম বকুল, কলকলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাসিম, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য আংগুর মিয়া, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম, আব্দুল কাদির, সাংবাদিক তাজউদ্দিন আহমদ, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সদস্য সচিব কাউন্সিলর আবাব মিয়া, কাউন্সিলর সোহেল মিয়া, আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের সদস্য সচিব শাহীন তালোকদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাবেক আহবায়ক সেলিম রেজা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচাছাসেবকলীগ সভাপতি ছালিক আহমদ পীর, যুক্তরাজ্যের ম্যানচেষ্টার সিটি আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রাসেল শাহ, যুবলীগ নেতা আনোয়ার কোরেশী, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান সিতু, সাইফুর রহমান সোহাগ, নাদিম শাহ, সৈয়দ সাফওয়ান আহমদ ইনান,ফাহাদ আহমদ প্রমুখ।