হাবিবুর রহমান হাবিব, শাল্লা::
মঙ্গল দীপ জ্বালিয়ে শাল্লা ডিগ্রি কলেজে ২৯ জুলাই রবিবার অনুষ্ঠিত হয়ে গেল কলেজের নবীনবরণ উৎসব ২০১৮ ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সুনামগঞ্জ২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ডঃ জয়া সেনগুপ্তা বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের প্রত্যান্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গ্রাম পর্যায়ে স্কুল- কলেজ প্রতিষ্ঠা করে যাচ্ছেন।
শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শাল্লা ডিগ্রি কলেজটি হাওর অঞ্চলে বিশাল ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সেই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ দিরাই-শাল্লা আসনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
শাল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস শহীদের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ এনামুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাল্লা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও (বর্তমান) মঈনদ্দীন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ অলিউল হক, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মিয়া, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী,শাল্লা থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে শাল্লা ডিগ্রি কলেজের বিভিন্ন শিক্ষার্থী, প্রভাষক, রাজনৈতিক নেতা কর্মী ও এলাকার প্রমূখ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে একটি মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।