অনলাইন ডেক্স::
মুক্ত চিন্তক ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় ও জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যার মূল পরিকল্পনাকারী সেলিমকে ধরিয়ে দিতে আবারও পাঁচ লাখ টাকার পুরস্কার ঘোষণা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার দুপুরে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন। ড. অভিজিৎ রায় হত্যার অন্যতম পরিকল্পনাকারী এবং প্রকাশক ফয়সাল আরেফিন দীপন, ব্লগার নিলাদ্রী নীলয়, ওয়াশিকুর বাবু, নাজির উদ্দিন সামাদ, জুলহাস মান্নান এবং তনয় হত্যাকা-গুলোর সার্বিক নেতৃত্ব প্রদানকারী
এর আগে এ বছরের ১৯ মে এই দুটি হত্যাকা-ের ঘটনায় সেলিমসহ আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে ধরিয়ে দিতে ১৮ লাখ টাকা ঘোষণা করেছিল ডিএমপি। সেসময়েও সেলিমকে ধরিয়ে দিতে পারলে ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এসংক্রান্ত তথ্য দেওয়া যাবে ডিএমপির ফেসবুক অ্যাকাউন্টে। অথবা ফোন করতে হবে ০১৭১৩৩৭৩১৯৪, ০১৭১৩৩৭৩১৯৮, ০১৭১৩৩৭৩২০৬ নম্বরে।