দিরাই প্রতিনিধি::
মুক্তযুদ্ধ চলাকালে হাওরাঞ্চলের যুদ্ধ পরিচালনার অন্যতম পরিকল্পনাকারী,সংগঠক ও মুক্তিযোদ্ধা, দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ আব্দুল কুদ্দুস আর নেই।
বৃহস্পতিবার ভোর পৌণে ৩টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের ধল রোডস্থ নিজ বাসভবনে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভোগছিলেন।
দিরাই চন্ডিপুর গ্রামের কৃতি সন্তান, প্রবীন এই রাজনীতিবীদ ১৯৬০ সালের দিকে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের হাত ধরে রাজনীতি শুরু করেন।
ভাষা সৈনিক স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্র মন্ত্রী ও জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের হয়ে দিরাইয়ে রাজনীতি করতেন। তিনি দিরাই উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য। তার পর এক সময় বিএনপিতে যোগদিয়ে বেশকিছু দিন দিরাই উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। পরে রাজনীতি থেকে নিষ্ক্রীয় হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি মৃত্যুর তিন মাস পূর্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের উপস্হিতে পুনরায় আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।