স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটে নাকাল জেলাবাসী। রাজধানী ঢাকাসহ সারাদেশের সঙ্গে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার থেকে পরিবহন মালিক শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট পালন করছে। এদিকে ঘোষণা না দিয়ে ধর্মঘট ক্ষুব্দ সাধারন যাত্রীরা।
শুক্রবার সকাল থেকে যাত্রীরা এসে বাসস্টেশনে অলস বসে আছেন।
যাত্রী রত্না বলেন, ঘোষণা না দিয়ে এমন ধর্মঘট ডাকাটা অন্যায়। সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক বলেন, যানবাহন ও পরিবহন শ্রমিকের নিরাপত্তার স্বার্থে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছি।