সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলায় মধ্যনগর থানা অর্জুন রবিদাস (৫০) নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মধ্যনগর থানা ঋষিপাড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ধৃত অর্জুন রবিদাস (৫০)মধ্যনগর থানার ঝষিপাড়ার গ্রামের মৃত অভিনাম রবিদাসের ছেলে।
মধ্যনগর থানার অফিসার ইনর্চাজ সেলিম নেওয়াজ জানান জানান,ঝষিপাড়ার গ্রামের অভিনাম রবিদাসের ছেলে অর্জুন রবিদাস নামে ১৯৯৯ সালে একটি মাদক মামলা হয়, মামলাটি দীর্ঘদিন পর ২০১৭ সালে আদালত তাকে ৩ বছরের সস্রম কারাদন্ডে দন্ডিত করে তকন থেকেই সে পলাতক ছিলেন । গতকাল বৃহস্পতিবার সে বাড়িতে অব¯’ান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে । তিনি আরো জানান, আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
৩-০৮-২০১৮
3-08-2018