ছাতক প্রতিনিধি::
ছাতক উপজেলার পল্লীতে মাছ ধরা নিয়ে দুই পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত অন্তত অর্ধশত হয়েছে। গুরতর আহত ১২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মৌলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের মধ্যবর্তী একটি খালে মাছ ধরা নিয়ে গ্রামের ইউসুফ আলী ও আশিক মিয়ার লোকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ায় প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ৫০জন আহত হয়। অন্য আহতদের মধ্যে ৩০ জনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ টহল দিচ্ছে।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন বলেন, তুচ্চ বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।