স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে চলমান ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে রবিবার সকাল থেকে রাত ৮ টা টর্যন্ত ৭৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কাগজপত্রসহ নানা ত্রুটি থাকায় এসব যানবাহনকে ৩২ হজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টায় ডিআইও ওয়ান মো. আনোয়ার হোসেন এই তথ্য জানিয়েছেন।
জানা গেছে প্রথম দিনের অভিযানে ৫২ টি মোটর সাইকেল, ১৫টি সিএনজি, ছয়টি লেগুনা, ২টি প্রাইভেট কার, ১টি মাইক্রোবাস ও ২টি কাভার্ডভ্যানের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়েছে। সুনামগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালিত হয়েছে।
আইজিপির নির্দেশে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের প্রেক্ষিতে দেশব্যাপী এই অভিযান মুরু হয়েছে। একটনা এক সপ্তাহ এ অভিযান চলবে।