সটাফ রিপোর্টার::
নামগঞ্জে ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে সোমবার জনসচেতনতামূলক র্যালি, পথসভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক নেতা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন। পরে জেলা রোবারাস্কাউট নিরাপদ সড়ক বিষয়ে কর্মশালার আয়োজন করে। ‘আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’ এই স্লোগানে মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে পুলিশ শহরে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করে।
এদিকে গতকাল সোমবারও জেলা ব্যাপী ট্রাফিক সপ্তাহ উপলক্ষে পুলিশ সড়কে অভিযান চালিয়েছে। রবিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত প্রথম দিনের অভিযানে ৮৭টি মামলা দায়ের হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি শহর প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়। এখানে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধিসহ পরিবহন মালিক শ্রমিকরাও বক্তব্য রাখেন।
র্যালি ও পথসভা শেষে নিরাপদ সড়ক বিষয়ে জেলা রোভারস্কাউটের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরুজ্জামান, সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লা, ওসি তদন্ত মিজানুর রহমান, পরিবহন শ্রমিক নেতা সুজাদুল হক, তাজিদুল হক প্রমুখ।