স্টাফ রিপোর্টার::
২০১৬ সনের উচ্চ মাধ্যামিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সব সূচকেই পিছিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এবার এ বোর্ডে পাসের হার ৬৮.৫৯। গতবার পাসের হার ছিলো ৭৪.৫৭।
সিলেট শিক্ষা বোর্ডে কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এবছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩শ’৩০ জন শিক্ষার্থী, যেখানে গত বছর ১ হাজার ৩শ’৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো।
বৃহস্পতিবার সকালে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত ফলাফল সংবাদ সম্মেলনের পর প্রকাশ করা হবে বলে জানান তিনি।এবছর সিলেট শিক্ষা বোর্ড থেকে মোট ৬৪ হাজার ১শ’৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৩ হাজার ৮শ’৭০জন। এদের মধ্যে ছেলে ২০হাজার ৭শ’৭৯ ও মেয়ে