স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুরের উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজ ও জয়নাল আবেদিন মহাবিদ্যালয় দুটি কলেজের একটিও সরকারিকরণ হলনা। মামলা ও এলাকার নেতাদের কোন্দলের কারণে সরকারিকরণ হয়নি বলে জানা গেছে।
সর্বশেষ সুনামগঞ্জের ৮টি উপজেলার সরকারী করনের চুরান্ত প্রজ্ঞাপন জারী হয়েছে। কিন্তু সরকারী করনের নামের তালিকায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট ডিগ্রি কলেজ ও উপজেলা সদরের পাশে অবস্থিত জয়নাল আবেদিন মহা বিদ্যালয়টিও নাম তালিকায় থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত একটিও হয়নি। ফলে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকবৃন্দ হতাশ।
জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট ডিগ্রি কলেজ সরকারী করনের তালিকায় শুরু থেকেই নাম উঠায় তাহিরপুর উপজেলা সদরের জয়নাল আবেদিন কলেজের ছাত্র, ছাত্রী, শিক্ষকসহ সবাই আন্দোলনে শুরু করে। বিভিন্ন সময়ে মানববন্ধন, স্মারক লিপি প্রদান ও হাইকোর্টে মামলাও হয়। শেষ পর্যন্ত মামলা জনিত কারণেই দুটির একটিও সরকারি হয়নি বলে জানা গেছে।
জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দ্রীগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ, ছাতক উপজেলার ছাতক ডিগ্রি কলেজ,দিরাই উপজেলার দিরাই ডিগ্রি কলেজ, শাল্লা উপজেলার শাল্লা ডিগ্রি কলেজ, ধর্মপাশা উপজেলার ধর্মপাশা ডিগ্রি কলেজ, দোয়ারা বাজার উপজেলার দোয়ারা বাজার ডিগ্রি কলেজ, জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর ডিগ্রি কলেজ, জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ ডিগ্রি কলেজসহ মোট ৮টি শিক্ষা প্রতিষ্টান সরকারিকরণ করা হয়েছে। এদিকে বাদাঘাট ডিগ্রি কলেজের সরকারী করন নিয়ে বিশেষ ভাবে সুপারিশ করলেও তা আর সরকারী করনের তালিকায় উঠে আসে নি। জয়নাল আবেদিন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফনি ভূষন বলেন, আমরা উপজেলা সদরের ও হাওরপাড়ের বিধার আমাদের দাবী ছিল আমাদের কলেজকেই সরকারী করনের। সে অনুযায়ী কার্যকর প্রদক্ষেপও নিয়েছিলাম আমরা শিক্ষক, ছাত্র, অভিবাবকসহ উপজেলাবাসী। আমাদেরটি না হওয়ায় আমরা হতাশ।
বাদাঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুনাব আলী বলেন, মামলা থাকায় আমাদের কলেজের সরকারীকরন প্রজ্ঞাপনের তালিকায় নেই। আমরা খুব আশাহত হয়েছি। মামলার রায় আমাদের পক্ষে হয়েছে গত ১৩ই আগস্ট। সার্টিফাই কপিও এনেছি। ডিজি স্যার সরকারী করন হয় নি এমন ১৬টি কলেজের প্রধানদের ডেকেছিলেন, আমি তথ্য দিয়েছি। আমার কলেজের বিষয়ে কোন সমস্যা নেই। তবে আমাদের কলেজের সরকারী করণে কোন বাধা নেই বলে জানান তিনি।