তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা সদরে একটি শোকর্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনগুলিসহ ভিবিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন। পরে উপজেলা গণ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেবের সভাপতিত্বে ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান হাজী আবুল হোসেন খাঁন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি, নুরুল আমিন, আলী মর্তূজা, ইকবাল হোসেন তালুকদার, সাংগঠনিক সস্পাদক আলমগীর খোকন, যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, শ্রমিকলীগ ভারপ্রাপ্ত আহ্বায়ক মতি মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও কাঙগালীভোজ অনুষ্টিত হয়।
অপরদিকে উপজেলার অন্যতম বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাট ইউনিয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অংগসংগঠনের উদ্যোগে সকালে বাদাঘাট বাজারে একটি শোক র্যালী বেরা করা হয়। র্যালীটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ আহ্বায়ক অধ্যক্ষ জুনাব আলীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায় সুজাত মিয়া, সাবেক সভাপতি হাজী আবু বকর সিদ্দিক, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা নুরুল হক মাষ্টার, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন, বাদাঘাট ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক রফিক আহমদ মানিক, উপজেলা ছাত্রলীগ নেতা রহাত হায়দার প্রমুখ।
এছাড়াও উপজেলার ৭ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অংগসংগঠনগুলিসহ সকল স্কুল, কলেজ, মাদ্রাসা নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করেছে এবং উপজেলার সকল মসজিদ, মন্দিরে বিশেষ মোনাজাত করা হয়েছে।