স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সুরমা নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ পৌরসভা নির্মিত রিভারভিউ ঘাটে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করেন। এসময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
২০১৮-২০১৯ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় জেলার ১১ উপজেলার বিল নার্সারি ও পুকুরে মৎস্য অবমুক্তরণ হচ্ছে। আগামী ২০ আগস্ট শেষ হবে কর্মসূচি।
সুনামগঞ্জ সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য অবমুক্তকরণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক, সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিৎ দেব, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস প্রমুখ।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক জানিয়েছেন এ বছর প্রতিটি উপজেলায় মৎম্য অবমুক্তকরণের জন্য অধিদপ্তর থেকে ১ লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ থেকে রুই, কাতলা ও মৃগেল জাতীয় পোনা মাছ নদী খাল বিল জলাশয় নার্সারি পুকুরে অবমুক্ত করা হচ্ছে। আগামী ২০ আগস্ট অবমুক্তের সময় শেষ হবে।