সাইফ উল্লাহ::
জামালঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নে ২টি গ্রামে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্ধোধন করেন সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বৃহস্পতিবার বিকেলে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের বেতাল আলীপুর ও পশ্চিম আলীপুর গ্রামে ১শত ৩৯টি পরিবারে ১ কোটি ৯ হাজার ২শত টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। বিদ্যুৎ সংযোগ ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জসীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত চৌধুরী, জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান সিদ্দিকী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, গ্রামের গন্যমান্য ব্যক্তি জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য সমির আলী প্রমূখ।