তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে এক ভুয়া ডাক্তার কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা প্রাপ্ত্য ভুয়া ডাক্তার বাদাঘাট বাজারের মা মেডিকেল হল মালিক মিলাদুর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব। বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মনিরুল ইসলাম ও সঙ্গীয় র্ফোসের সহযোগিতা বিকাল সাড়ে ৫টার সময় এ অভিযান পরিচালিত হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকালে নানা অভিযোগের প্রেক্ষিতে উপজেলার বানিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। আদালত মা মেডিকেল হল মালিক মিলাদুর রহমান ওরফে (রহমান ডাক্তার) দোকানে গিয়ে দেখেন এলাকায় সংঘর্ষ আহত পুলিশ কেস মামলার কয়েক জন মাথা ফাটা রোগীকে নিজে সেলাই করছেন ওই হাতুড়ে ডাক্তার। পরে তার ডাক্তারের সাটির্ফিকেট আছে কি না জানতে চাইলে অপরাগতা প্রকাশ করেন কথিত ডাক্তার। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং তার ডাক্তার লেখা (বিভিন্ন রোগে অভিজ্ঞ ডাক্তার উল্লেখিত) সাইন বোর্ডটি বাদাঘাট ক্যাম্পে নিয়ে যান। এছাড়াও বাদাঘাট বাজারের সব দোকান মালিক ও পল্লী চিকিৎসকসহ সবাইকে সর্তক করেন আদালত।
ভুয়া ডাক্তারের বিষয়ে বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা জানান, এক সময় বাদাঘাট বাজারের ডাক্তার আব্দুস ছালাম (অবসর প্রাপ্ত্য) এর কর্মচারী ছিল প্রায় ১২ বাছর। এর পর সে নিজেই ফার্মেসী দিয়ে ডাক্তার সাইন বোর্ড টাঙ্গিয়ে ডাক্তারি করতে থাকে।
ভ্রাম্যমাণ আদালতের মবিচারক ও তাহিরপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা পূর্ণেন্দু দেব বলেন, যে কোন ধরনেই সেবাই বৈধভাবেই করতে হবে। আইনের ব্যত্যয় ঘটলেই ব্যবস্থা নেওয়া হবে।