স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের দক্ষিণে মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের একটি সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে ভেঙ্গে পড়ে আছে। ভাঙ্গা রাস্তায় যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। রাস্তাটি ভাঙ্গা থাকায় বিশেষ করে গ্রামের প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে যেতে পারেনা। অনেক অভিভাবক তাদের কোমলমতি শিক্ষার্থীদের সড়কটিতে বড় ভাঙ্গা থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে আগ্রহী নন। সম্প্রতি এ বিষয়টি কানে আসে গ্রামের যুবকদের সংগঠন মোহনপুর যুবকল্যাণ পরিষদের নেতৃবৃন্দের। তারা উদ্যোগ নেয় নিজ উদ্যোগে সড়কটি সংস্কারের। সোমবার দুপুরে ভাঙ্গা সড়কে নিজ উদ্যোগে একটি সাঁকো দিয়েছেন যুবকেরা। কাজ করেছেন স্বেচ্ছায়। পাশাপাশি একই গ্রামের ওজিখালের সাঁকোতে বাঁশ না থাকায় সেখানেও বাঁশ লাগিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত চালু করে দিয়েছেন।
সোমবার দিনব্যাপী মোহনপুর যুব কল্যাণ পরিষদের গ্রামের তরুণরা মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াত সড়কে সাঁকো নির্মাণ করেন। এসময় গ্রামের মুরুব্বিরা তরুণদের এই জাগরণে আনন্দ প্রকাশ করে তাদেরকে সকল ভালো কাজে এগিয়ে থাকার আহ্বান জানান।
সড়কে সাকো নির্মাণে এসময় স্বেচ্ছায় কাজ করেন কাজী শামছুজ্জামান সায়েম, তানভির আহমেদ জনিক, মোহনপুর যুবকল্যাণ পরিষদের সেক্রেটারি সেলিম, লিটন, তছলিম, সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্র জাহাঙ্গীর আলম ও অলিউর রহমান প্রমুখ।
গ্রামের যুবকেরা স্বেচ্ছায় কাজ করে গ্রামবাসীর প্রশংসা কুড়ান। যুবকল্যাণ পরিষদের সদস্যরা গ্রামের উন্নয়নে যে কোন কাজ করতে প্রস্তুত রয়েছেন বলে জানান। পাশাপাশি গ্রামে সব ধরনের অন্যায়, অবিচার, জুলুমের প্রতিবাদের পাশাপাশি তরুণদেরকে মাদক থেকে দূরে রাখার সংগ্রামের কথা জানিয়েছেন তরুণেরা। মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করার প্রত্যয়ও ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।