স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদের জামায়াত অনুষ্টিত হবে। এখানে জেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জামাতে নামাজ আদায় করেন। জামাতে হাজারো মুসল্লি অংশ নেন। বুধবার সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্টিত হয়।
এখানে পীর ফজলুর রহমান এমপি,সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমনসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও তেঘরিয়া ঈদগাহেও বিরাট ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহের ঐক্য কামনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও মানুষের মঙ্গল কামনা করেন মুসল্লিরা।