জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় জামালগঞ্জ পূজা উদযাপন পরিষদের আগামী ২ সেপ্টেম্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন ও শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাচ্না বাজার জগন্নাথ জিউড় মন্দিরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি নির্মাল্য কান্তি রায় সসীম। যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকারের সঞ্চালনায় সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য শম্ভু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দ্বিজেন্দ্র লাল দাস, উপজেলার সহ সভাপতি কবিরঞ্জন দাস, অসীত রায় চৌধুরী, সিতাংশু রঞ্জন দে, যুগ্ম সম্পাদক অজিত কুমার রায়, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সদস্য স্বপন কুমার রায়, গুণেন্দ্র তালুকদার, বিপ্লব কান্তি পাল। এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলার প্রতিটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তরা জন্মাষ্টমীর শোভাযাত্রা ও আলোচনা সভা এবং শারদীয় দুর্গোৎসব সাড়ম্বরে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।