তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরের ট্যাকেরঘাট সীমান্তে বিদেশী মদের চালান সহ নুর ইসলাম ওরফে বোতল কাকা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।’ তিনি উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের লাকমা গ্রামের মৃত জালাল আহমদের ছেলে।’
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার সীমান্তবর্তী ট্যাকেরঘাটের লাকমা বাজার পাশর্^বর্তী সড়ক থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।’
তাহিরপুর থাার ওসি শ্রী নন্দন কান্তি ধর যুগান্তরকে জানান, থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ইমাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী নুর ইসলামকে বিদেশী মদের চালান সহ গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ২৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল জব্দ করা হয়। গ্রেফতারকালে তার অপর এক সহযোগী তালিকাভুক্ত মামদ চোরাচালানী বিজিবির কথিত সোর্স পরিচয়ধারী নুরুল হক দৌড়ে পালিয়ে যায়। ’
সীমান্তের লোকজন জানান, প্রায় এক যুগেরও বেশী সময় ধরে নুর ইসলাম ওরফে বোতল কাকা এলাকার বেশ ক’জনকে দিয়ে বিদেশী মদের ব্যবসা চালিয়ে আসছিলো।’ নুর ইসলাম বিদেশী মদ এলাকা ও এলাকার বাহিরে সরবরাহ করার সুবাধে মাদদ ব্যবসায়ীদের নিকট অঘোষিতভাবে ডিলার ওরফে বোতল কাকা হিসাবে পরিচিতি লাভ করে।’
পুলিশের মাদক বিরোধী অভিযানে সীমান্তের পুটিয়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে বিজিবির কথিত সোর্স পরিচয়ধারী নুরুল হক সহ বেশ ক’জন মাদক ব্যবসায়ী মদের চালান সহ গ্রেফতার হয়ে কয়েকমাস জেল হাজতে থাকার পর বোতল কাকা তাদেরকে জামিনে ছাড়িয়ে নিয়ে এসে ফের তাদেরকে নিয়ে সীমান্তে নির্ব্রিগ্নে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।