অনলাইন ডেস্ক ::
ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোটের সম্ভাব্য সময় ধরেই নির্বাচন কমিশন একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বলে ইংগিত এসেছে ইসি সচিব হেলালুদ্দীন আহমদের কথায়।
তিনি বলেছেন, “কোনো টাইম ফ্রেম নির্দিষ্ট করা হয়নি। তবে একটা সময় ধারণা করা হচ্ছে। যেহেতু ৩০ অক্টোবর আমাদের সময় (নির্বাচনের ক্ষণ গণনা) শুরু হবে, এরপর যে কোনো সময় তফসিল করতে পারে কমিশন। আমাদের প্ল্যান ডিসেম্বরের মধ্যে করার।“
এক্ষেত্রে ডিসেম্বরের শেস সপ্তাহকে কমিশন উপযুক্ত বিবেচনা করতে পারে বলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান ইসি সচিব।
কেন্দ্রীয়ভাবে ইভিএম মেলার আয়োজন নিয়ে মঙ্গলবার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে নির্বাচন কমিশন এখনও কোনো সিদ্ধান্তে আসেনি। নির্বাচনী আইন সংস্কার হলে তার পরই বিষয়টি কমিশন বিবেচনা করবে।
সংবিধান অনুযায়ী ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে ইসির সামনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এর আগে ডিসেম্বরে এ নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন।
ইসি সচিব বলেন, “গেলবার ৫ জানুয়ারি (২০১৪) ভোট হয়েছিল। এখন তো ১ জানুয়ারি বই বিতরণ, অ্যাকাডেমিক বর্ষ শুরু হয়। সাধারণত ডিসেম্বরের শেষে বন্ধ থাকে; স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্র হিসাবে ব্যবহার হয়। তা বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেবে ইসি।“
তিনি বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) তা সংযোজন করতে হবে। ইভিএম ব্যবহার হবে কি হবে না তা নিয়ে সিদ্ধান্ত হবে ৩০ অগাস্ট কমিশন সভায়।
“যদি আরপিও সংশোধন হয়, তাহলে আমাদেরও প্রস্তুতি থাকবে। কমিশনে সিদ্ধান্ত হলেও এটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। কয়টি কেন্দ্রে হবে সে ধরনের সিদ্ধান্ত এখনও আমরা নিইনি। আইনগত ভিত্তি পেলে ইভিএম কেনা, প্রশিক্ষণের বিষয়টি আসবে।“
দেড় লাখ ইভিএম কেনার জন্যে ইতোমধ্যে ইসি সচিবালয়ের একটি প্রকল্প প্রস্তাব তৈরির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হেলালুদ্দীন বলেন, “আমরা প্রকল্প প্রস্তাব করেছি। ওইভাবে আলোচনা হয়নি। আগাম কিছু বলা যাবে না। আমি সচিব, এ নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। এসব কিছু আলোচনাই হয়নি; এখন বললে বিভ্রান্ত করা হবে।“
ইভিএম নিয়ে মেলা করার পরিকল্পনার কথা জানিয়ে ইসি সচিব বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেপ্টেম্বরেই কেন্দ্রীয়ভাবে একটি মেলা হবে। এর বাইরে ১০টি আঞ্চলিক নির্বাচন অফিসেও মেলা হবে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বর্তমানে শ্রীলংকা সফরে রয়েছেন। তিনি বুধবার দেশে ফেরার কথা রয়েছে।