অনলাইন ডেক্স::
পাবনায় সুবর্ণা নদী (২৫) নামের এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের রাধানগর মহল্লায় তাঁর ভাড়া বাসার সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
সুবর্ণা নদী বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভিতে কাজ করতেন। তিনি পাবনা থেকে প্রকাশিত গণমাধ্যম ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক ছিলেন। পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত গ্রামের মৃত আইয়ুব আলীর মেয়ে তিনি।
সুবর্ণার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে গেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সুবর্ণার বড় বোন চম্পা খাতুন সাংবাদিকদের জানান, রাতে অফিস থেকে বাসায় ফিরছিলেন তাঁর বোন। বাসার সামনে পৌঁছালে ওত পেতে থাকা মুখ ঢাকা দুই ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়। তারা সুবর্ণাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। হামলাকারীদের চিনতে পারেননি তিনি।
পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরই সুবর্ণার মৃত্যু হয়।
পুলিশ জানায়, সুবর্ণার হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে তাৎক্ষণিভাবে তাঁকে হত্যার কারণ জানা যায়নি। তাঁর মৃতদেহ হাসপাতালে রাখা আছে। আজ বুধবার ময়নাতদন্তের পর পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) গৌতম কুমার বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, ঘটনার পর পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। হামলাকারী যে-ই হোক না কেন তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।