তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশন থেকে মাদকের চালান সহ আরশ আলী ও আল-আমিন নামের দু’ ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।’
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পৃথক পৃথক অভিযানে উপজেলার ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া শুল্ক ষ্টেশনের মোটরসাইকেল ষ্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।’
গ্রেফতার আরশ আলী উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের মৃত আবদুল হান্নান ও আল-আমিন একই গ্রামের কয়লা ব্যবসায়ী মরতুজ আলীর ছেলে।’
থানা পুলিশ জানায়, ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানের আড়ালে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া শুল্ক ষ্টেশনের মোটরসাইকেল ষ্ট্যান্ডে প্রকাশ্যে মাদক বিক্রয়কালে থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ইমাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বিদেশী মদের বোতল ও ইয়াবা ট্যাবলেট সহ আরশ এবং আল-আমিনকে গ্রেফতার করে।’ পরবর্তীতে পুলিশ আরশ আলীর হেফাজত থেকে ৭ বোতল বিদেশী মদ ও আল- আমিনের হেফাজত থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।’
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।