স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিরাপদ সড়কের জন্য নাগরিকের কতর্ব্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ আলোচনা সভা করেছেন। বুধবার (২৯আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা পুনেন্দ্র দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস ছালাম প্রমুখ। মুক্তিযোদ্ধা, উপজেলা আ,লীগের র্শীষ স্থানীয় নেতৃবৃন্ধ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্থরের জনসাধারনের অংশ গ্রহণে উপজেলায় নিরাপদ সড়কের জন্য নাগরিকের কতর্ব্য নিয়ে সস্ফুর্ত আলোচনা হয়।
এই সময় সবাই যার যার মতামত তুলে ধরেন। এসময় জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন,এ উপজেলায় সকল সড়কের সংস্কার করা হবে এবং সড়কে চলাচলে আমাদের নাগরিক হিসাবে যার যে দায়িত্ব সড়ক দূর্ঘটনা রোধে তা সঠিক ভাবে পালন করতে হবে। আমরা আমাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করলে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।
এছাড়াও জেলা প্রশাসক ভিশন ২০২১ও এসডিজি ২০৩০ সংক্রান্ত মতবিনীময় সভা করেন।